প্রতারণায় কাঠগড়ায় নেইমার
বার্সেলোনার ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে মঙ্গলবার স্পেনের একটি আদালতে হাজিরা দিতে হয়েছে।
বার্সেলোনা ক্লাব বলছে, ২০১৩ সালে তারা নেইমারকে ৫ কোটি ৭০ লাখ ইউরো প্রদান করেছিল। কিন্তু, তদন্তকারীরা বলছে, নেইমারের সঙ্গে বার্সেলোনার চুক্তি হয়েছিল ৮ কোটি ৩০ লাখ ইউরোতে।
আদালতে হাজির হয়ে বিচারকের সামনে দেড় ঘণ্টা ছিলেন নেইমার। এ সময় তার সঙ্গে এজেন্ট হিসেবে উপস্থিত ছিলেন তার বাবা নেইমার ডা সিলভা স্যান্টোস।
এর আগে অবশ্য ব্রাজিলিয়ান গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কোনো রকম ভুল করার কথা অস্বীকার করেন নেইমার।
ব্রাজিলের একটি তৃতীয় পক্ষ বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস এই অভিযোগটি সামনে নিয়ে আসে। প্রতিষ্ঠানটি ব্রাজিলের খেলোয়াড়দের স্পোর্টস রাইটসের ৪০ শতাংশের মালিক।
ডিআইএস বলছে, বার্সেলোনায় নেইমারের এই চুক্তির ফলে যে লেনদেন হয়েছে, তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।