টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়।
জিম্বাবুয়ে সিরিজে দলে না থাকলেও বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। একইসঙ্গে দলে ফিরেছেন মোহাম্মদ মিথুন। তিনি সর্বশেষ টি-টোয়েন্টির আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৪ সালের আগস্টে।
এছাড়া নবাগতদের মধ্যে দলে ঠাঁই হয়েছে আবু হায়দার রনি ও নুরুল হাসান সোহানের।
ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছেন- মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল-আমিন, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও মোহাম্মদ মিথুন।
স্টান্ডবাই হিসেবে রাখা হয়েছে ইমরুল কায়েস, শুভাগত হোম, কামরুল ইসলাম ও মুক্তার আলীকে।
ভারতে আগামী ৮ মার্চ শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সুপার টেনের মূল লড়াইয়ে যাওয়ার এই ধাপে মাশরাফিদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান।
আর সুপার টেনে যেতে পারলে ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ।