ক্যারিবীয়রা ডাকছে মুস্তাফিজদের

e6ae457836dd6f0b1f9ded142ed22a6f-Mustafizur

পাকিস্তান সুপার লিগের (পিসিএল) প্রথম আসরে খেলতে যাচ্ছেন তামিম-সাকিব-মুশফিকরা। চোটের কারণে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক পাকিস্তানের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েও যেতে পারছেন না মুস্তাফিজুর রহমান। এই খবর এখন পুরোনোই। নতুন খবর হলো, পিসিএলের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলার সুযোগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের।
সিপিএল আজ চতুর্থ আসরের জন্য খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বাইরে ৬ জন ‘মার্কি’ খেলোয়াড় থাকছে এই টুর্নামেন্টে। এর বাইরে ১৬৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে নিলামে। সেখানে স্থান পেয়েছেন বাংলাদেশের ৭ জন ক্রিকেটার। প্রথম নামটি জানাই ছিল, সাকিব আল হাসান। এর আগেও এই টুর্নামেন্টে খেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার। এ ছাড়া ডাক পেয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান। ১১ ফেব্রুয়ারি বার্বাডোজে অনুষ্ঠিত হবে নিলাম। সেদিনই ৬টি দল নিজ নিজ দল গোছানোর সুযোগ পাবে।
তার আগেই অবশ্য অন্য একটি ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামে উঠবেন তামিমরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলামে খেলোয়াড় তালিকায় আছেন পাঁচজন বাংলাদেশি। তামিম, সৌম্য, মুশফিক, মুস্তাফিজ ও তাসকিন আহমেদ নিলামে উঠবেন আগামী শনিবার। এর মাঝে সৌম্য, তাসকিন ও মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। তামিম ও মুস্তাফিজের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।
সাকিবকে কলকাতা নাইট রাইডার্স ধরে রাখায় নতুন করে নিলামে উঠতে হবে না তাঁকে। আগ্রহ এখন একটি বিষয়েই, আইপিএলে স্বদেশি কাউকে সঙ্গী হিসেবে পাচ্ছেন কিনা সাকিব।