নামিবিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

bangladesh_cricket_3054

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামিবিয়াকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা।

মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা মেহেদী হাসান মিরাজ।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩২ দশমিক ৫ ওভারে মাত্র ৬৫ রানে অলআউট হয় নামিবিয়া। নামিবিয়ার পক্ষে ডেভিন ১৯ এবং লরেন্স ১৭ রান করেন। এছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের পক্ষে আরিফ, মিরাজ এবং শাওন প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া, সাইদ ও সাইফুদ্দিন ১টি করে উইকেট লাভ করেন।

৬৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৬ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জিতে যায় বাংলাদেশ। দলের পক্ষে জয়রাজ ৩৪ এবং শান্ত ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন।

প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ যুবারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আগেই। আজকের ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হলো যুবা টাইগাররা।

আগামী ৫ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ।