পরীক্ষা-নিরীক্ষায় সিরিজ জেতা হলো না বাংলাদেশের

400e7c2c1d425aa6dda31bf9946b1100-A13T6126

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জিতলেও শেষ পর্যন্ত পরীক্ষার নিরীক্ষার বলি হতে হলো বাংলাদেশকে। সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ১৮ রানে হেরেছে স্বাগতিকরা। ১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায় মাশরাফির দল। এর ফলে চার ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র হলো।
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ বলের মধ্যেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। ১.২ ওভারে শুরুতে নেভিল মাডজিভার বলে ছক্কা হাঁকিয়ে পরের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরে যান সৌম্য সরকার। সেই ওভারেই বোল্ড হন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।
২.১ ওভারে টেন্ডাই চিসোরোর বলে ওয়েলিংটন মাসাকাদজাকে ক্যাচ দিয়ে ফিরে যান সাব্বির রহমান। আবার একই ওভারেই বোল্ড হয়ে বিদায় নেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর ইমরুল কিছুক্ষণ প্রতিরোধ দেওয়ার চেষ্টা করলেও তাকেও সাজঘরে পাঠান সিকান্দার রাজা। ইমরুল বিদায় নেন ১৮ রানে। এরপর সোহান মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়লেও তাকে ফেরান সিকান্দার রাজা। সোহান ফেরেন ১৫ রানে। তবে একপ্রান্ত ঠিকই আগলে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিলেও ৫৪ রানে তাকে বোল্ড করেন চিসোরো। সঙ্গে মাশরাফি কিছুক্ষণ দৃষ্টিনন্দন শট খেললেও ১২ বলে ২২ রান করে ফিরতে হয় তাকে। তাকে বিদায় দেন লুক জঙউই। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ১৯ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায় মাশরাফির দল।

জিম্বাবুয়ের পক্ষে একই ৪ উইকেট নেন নেভিল মাডজিভা। আর ৩ উইকেট নেন চিসোরো, ২টি নেন সিকান্দার রাজা।
এর আগে টস জিতে ব্যাট করে ১৮১ রানের লক্ষ্য ছুড়ে দেয় জিম্বাবুয়ে। শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাশরাফির প্রথম ওভারেই ফিরে যান ওপেনার ভুসি সিবান্দা। পঞ্চম বলে সাকিবকে ক্যাচ দিয়ে এই ব্যাটসম্যান ফেরেন ৪ রানে।

এরপর ব্যাটে জিম্বাবুয়েকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুতুম্বামি ও মাসাকাদজা। এই জুটিতে আসে ৮০ রান। ১১তম ওভারে এই জুটি ভাঙেন রনি। ৩২ রানে ব্যাট করতে থাকা মুতুম্বামিকে বোল্ড করেন তিনি।
এরপর ফের ওয়ালারকে নিয়ে তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন মাসাকাদজা। এর মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরি তুলে নেন মাসাকাদজা। তবে দলীয় ১৪৫ রানে এই জুটি ভাঙেন তাসকিন। ওয়ালারকে বোল্ড করেন তিনি। এরপর অবশ্য সিকান্দার রাজাকে আউট করেন সাকিব আল হাসান। হ্যামিল্টন মাসাকাদজা শেষ পর্যন্ত ক্যারিয়ার সেরা ৯৩ রানে অপরাজিত ছিলেন। তার ৫৮ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৫টি ছয়। অধিনায়ক চিগুম্বুরা অপরাজিত ছিলেন ৫ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৮০ রান তুলতে পারে সফরকারীরা।