চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের টিকিট পেলেন যারা

k

বৈশ্বিক মহামারি করোনার সঙ্কট কাটিয়ে মাঠে ফিরিয়ে বিভিন্ন ক্রীড়া আসর। বিশেষ করে এরই মধ্যে জমে উঠেছে ক্লাব ফুটবলের আসরগুলো। করোনা ভাইরাস আটকে দিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে মাঠে ফিরেছে আসরটি। শনিবার রাতে নিশ্চিত হয়েছে কারা খেলছেন কোয়ার্টার ফাইনালে। গতরাতে লেগের শেষ দুই ম্যাচে নেপোলিকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। অন্য ম্যাচে চেলসিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিথ।

বিশ্বকাপের মতো চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম কোয়ার্টার ফাইনালে এক পর্বের ম্যাচ হতে যাচ্ছে। তবে ইউরোপের দেশ পর্তুগালে করোনা সংক্রমণ কম থাকায় লিসবনকেই বেছে নিয়েছে উয়েফা। লিসবনেেই হবে আসরের পরবর্তী ম্যাচগুলো। কেন না, দ্রুতই শেষ করতে হবে আসর।

এবার দেখে নেয়া যাক কোন কোন দল খেলবে কোয়ার্টার ফাইনালে:

তারিখ প্রতিপক্ষ

১২ আগস্ট আটলান্টা বনাম পিএসজি

১৩ আগস্ট লেইপজিগ বনাম অ্যাটলেটিকো

১৪ আগস্ট বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিথ

১৫ আগস্ট ম্যানসিটি বনাম লিওঁ

টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ আগস্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট।