সুয়ারেজকে নিয়ে আশায় বার্সা
হাঁটুর চোট কাটিয়ে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন বার্সেলোনা ফরোয়ার্ড লুই সুয়ারেজ। বার্সা কর্তৃপক্ষের আশা, করোনা ভাইরাসের পর ফুটবল ফিরলে প্রথম ম্যাচ থেকেই তাকে একাদশে পাবে তারা।
হাঁটুর অস্ত্রোপচারের কারণে বড়ো সময়ের জন্যই মাঠের বাইরে চলে গিয়েছিলেন বার্সেলোনা স্ট্রাইকার লুই সুয়ারেজ। আপত্কালীন সমাধান হিসেবে মার্টিন ব্রাথওয়েটকে দলে ভিড়িয়েছিল তারা। তবে করোনা ভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় খুব বেশি ম্যাচ হারাতে হয়নি সুয়ারেজকে। এখন যখন নির্বাসন ভেঙে ফেরার প্রস্তুতি নিচ্ছে স্প্যানিশ লিগ, সুয়ারেজও হাঁটুর চোট থেকে সেরে উঠে মাঠে ফেরার দিন গুনছেন, জানিয়েছেন বার্সেলোনার ফিটনেস কোচ ফ্রান সোটো।
সহকারী কোচ এদের সারাবিয়া তো নিশ্চয়তাই দিয়ে দিলেন! বললেন, ‘আমরা আশাবাদী যে, তাকে নতুন দলবদল হিসেবেই দলে পেতে যাচ্ছি। সুয়ারেজের ব্যাপারে এমন বিশ্বাসটা হচ্ছে কারণ আমরা তাকে মরিয়া হয়ে পুনর্বাসনের কাজ করতে দেখেছি।’