ধুকতে থাকা ভারত বড় লক্ষ্যই দিলো বাংলাদেশকে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের জন্য বাংলাদেশকে ১৪৩ রানের টার্গেট দিলো ভারতের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ ও সালমা খাতুন নেন দুটি করে উইকেট।
গত ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। উদ্বোধনের দুই দিন পর আজ ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগ্রেসরা।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। ইনিংসের দ্বিতীয় ওভারে দলকে সাফল্য এনে দেন অধিনায়ক নিজেই। তার ওভারের চতুর্থ বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন তানিয়া ভাটিয়া। আউট হওয়ার আগে ব্যক্তিগত ২ রান করেন তিনি।
বাংলাদেশ দলকে দ্বিতীয়বার আনন্দে ভাসান পান্না ঘোষ। মেরে খেলতে থাকা শেফালী বর্মকে ৩৯ রানে ফেরান তিনি। এরপর ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরকেও আউট করেন পান্না। এর আগে তিনি করেন ৮ রান।
এই ভারতকে হারিয়েই দেশকে প্রথমবার এশিয়া কাপের শিরোপা উপহার দিয়েছিলেন জাহানারা-রুমানারা।