সালাহর লড়াই

120604Salah

শুরুতে দুই থেকে তিন সপ্তাহের কথা জানা গিয়েছিল। লিভারপুল চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন মিসরের চিকিৎসক। তাতে অন্তত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা ছিল না মোহামেদ সালাহর।

কিন্তু কাল লিভারপুলের এক ফিজিওথেরাপিস্ট দিলেন হতাশার খবর। দুই থেকে তিন নয়, সালাহর মাঠে ফেরার সময় বেঁধে দিয়েছেন তিনি তিন থেকে চার সপ্তাহের মধ্যে। তাতে গ্রুপ পর্বে খেলাটাই অনিশ্চিত হয়ে পড়ে এই ফরোয়ার্ডের। চার সপ্তাহ সময় লাগলে গ্রুপের কোনো ম্যাচই পাবেন না সালাহ। তিন সপ্তাহ শেষ হবে ১৯ জুন, সেদিনই মিসরের দ্বিতীয় ম্যাচ রাশিয়ার বিপক্ষে।

তবে এর আগে সালাহকে ফেরানোর লড়াইয়ের কথা জানিয়েছেন ফিজিও রুবেন পনসও, ‘ওইটাই আসলে আমাদের বড় লক্ষ্য, তাঁর সুস্থ হয়ে ওঠার সময়সীমাটা আরো কমিয়ে আনা।’ মিসর ফুটবল ফেডারেশন অবশ্য আশাবাদী তিন সপ্তাহের মধ্যে সেরে উঠবেন সালাহ এবং বিশ্বকাপেও খেলবেন।