তরুণদের ওপর আস্থা আছে আমার

231433kalerkantho-1-2018-05-29-9

২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল স্পেন। ব্যর্থ ২০১৬ ইউরোতেও। দেল বস্কের জায়গায় হুয়ান লোপেতেগুই দায়িত্ব নিয়ে বদলে দিয়েছেন সেই স্পেনকে। তাঁর অধীনে খেলা ১৮ ম্যাচে হারেনি ২০১০-এর বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপ নিয়ে তাই স্বপ্নের জাল বুনছেন লোপেতেগুই

 

প্রশ্ন : অভিনন্দন। বিশ্বকাপ শুরুর আগে আরো দুই বছর চুক্তির মেয়াদ বাড়ল আপনার। রাশিয়ায় স্পেন যেমনই করুক আপনি থাকছেন ২০২০ ইউরো পর্যন্ত। এই চুক্তির জন্য নিশ্চয়ই নির্ভার থাকবেন বিশ্বকাপে?

হুয়ান লোপেতেগুই : দেখুন, নতুন চুক্তি হচ্ছে না, এই ভেবে নির্ঘুম রাত কাটাইনি কখনো। আমি নিজের দায়িত্বটা পালন করে গেছি সততা আর পেশাদারির সঙ্গে। কঠোর পরিশ্রম করেছি সব সময়। কর্মকর্তারাও দেখেছেন সেটা। আমার ও আমার কোচিং স্টাফের ওপর আস্থা রাখায় ধন্যবাদ জানাচ্ছি তাঁদের।

প্রশ্ন : রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) কর্তারা ভীষণ খুশি আপনার পারফরম্যান্সে। ২০১৪ বিশ্বকাপ আর ২০১৬ ইউরোর ব্যর্থতার পর শক্ত হাতে দলের হাল ধরেছেন আপনি। এ জন্য আরএফইএফের সভাপতি দারুণ খুশি আপনাকে ২০২০ পর্যন্ত রাখতে পেরে।

হুয়ান লোপেতেগুই : তাঁকে ভীষণ শ্রদ্ধা করি। আমি ২০২০ পর্যন্ত থাকতে চাই কি না, এই আলোচনা হয়েছে মাত্র পাঁচ মিনিট। এরপরই নতুন চুক্তিতে সই করেছি। দায়িত্ব বেড়ে গেছে এ জন্য। গত দুই বছর যেভাবে কঠোর পরিশ্রম করেছি, সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে চাই।

প্রশ্ন : দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত টানা ১৮ ম্যাচ হারেনি স্পেন। এতটা সফল হওয়ার কথা ভেবেছিলেন?

হুয়ান লোপেতেগুই : দলের সাফল্যে খুশি আমি। এমন প্রতিযোগিতার যুগে টানা ১৮ ম্যাচ না হারা আসলেই বিশেষ কিছু। কৃতিত্বটা আমার চেয়ে বেশি খেলোয়াড়দের। সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করছে ওরা। আমরা শুধু একটা ছক কেটে দিয়েছি, সে অনুযায়ী খেলেছে খেলোয়াড়রা। বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য দাবিদার ছিল অনেক। কিন্তু আমি ২৩ জনকেই নিতে পারি। এই ২৩ জনে থাকা তরুণদের ওপর অগাধ আস্থা আমার।

প্রশ্ন : ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ আর ২০১৩ সালের অনূর্ধ্ব-২১ ইউরোজয়ী স্প্যানিশ খেলোয়াড়দের কোচ ছিলেন আপনি। অনূর্ধ্ব-২৩ দলে থাকার সময় দ্য গিয়া, কোকে, সাউল কিংবা ইসকো, অ্যাসেনসিওদের সঙ্গেও অভিজ্ঞতা আছে কাজ করার। এবারের বিশ্বকাপে তাঁরাই তো আপনার আস্থার নাম?

হুয়ান লোপেতেগুই : বয়সভিত্তিক দলে থাকা অনেকে এবার বিশ্বকাপে যাচ্ছে। এটা ওদের জন্য যেমন ভালো তেমনি স্পেনের জন্যও। ছোট থেকে নানা দেশ ভ্রমণ করেছে ওরা। খেলেছে সেরা তারকাদের সঙ্গে। এখন তো কোকে, ইসকো, অ্যাসেনসিওরা প্রতিষ্ঠিত নাম। অভিজ্ঞ ইনিয়েস্তা, রামোসদের সঙ্গে ওরা শিখবে আরো অনেক।

প্রশ্ন : আলভারো মোরাতাকে রাখলেন না যে এবারের বিশ্বকাপ দলে…

হুয়ান লোপেতেগুই : মোরাতা বিশ্বকাপে থাকার দাবিদার। ওকে বাদ দেওয়াটা কষ্টের। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার কিছু করার ছিল না। একই পজিশনের চারজন খেলোয়াড় নেওয়ার যুক্তি নেই। অনেকেই আমাদের বিশ্বকাপ বাছাই পর্বে সাহায্য করেছে। তাদের সবাইকে রাখতে না পারায় খারাপ লাগছে নিজেরই।

প্রশ্ন : লা লিগায় দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবেই কি আসপাসকে দলে রেখেছেন?

হুয়ান লোপেতেগুই : আসপাস বা রদ্রিগোকে নেওয়া পুরোপুরি ট্যাকটিক্যাল বিবেচনায়। আসপাস মাঝমাঠের পাশাপাশি উইংয়েও খেলতে পারে। রদ্রিগো খেলতে পারে তিনটি পজিশনে। ডিয়েগো কস্তাও প্রতিদ্বন্দ্বিতা করে এসেছে দলে। এই ফরোয়ার্ডদের ওপর আস্থা আছে আমার।

প্রশ্ন : ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারিং নিয়ে আপনি রীতিমতো কর্মশালার আয়োজন করেছেন। এই প্রযুক্তির ব্যবহারকে কিভাবে দেখছেন?

হুয়ান লোপেতেগুই : ফিফা এবারের বিশ্বকাপে প্রযুক্তি অন্তর্ভুক্ত করেছে আর সেটা মানতে হবে সবাইকে। এই প্রযুক্তি লা লিগায় নেই। এ জন্য আমার খেলোয়াড়দের এর খুঁটিনাটি দিক জানাতে কর্মশালার আয়োজন করেছি।

প্রশ্ন : এবার তো গ্রুপেই ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে পাচ্ছেন?

হুয়ান লোপেতেগুই : আমাদের গ্রুপে রয়েছে ইউরোপের চ্যাম্পিয়ন, এশিয়া আর আফ্রিকার সেরা দল। এটাই বিশ্বকাপ। এখানে সহজ বলে কোনো ম্যাচ নেই। আমরা শুধু এত দিন যেভাবে খেলে এসেছি তেমনই খেলতে চাই রাশিয়ায়। তাহলেই সম্ভব অনেক দূর যাওয়া।