রিভালদোর মতে পিএসজিতে যাওয়া ভুল হয়েছে নেইমারের

e6bbb8a2a99da786b4ea37e690125ae7-5b0270ae29388

লিগ ওয়ানে অভিষেক মৌসুমেই সেরা হয়েছেন নেইমার। ইনজুরিতে ছিটকে যাওয়ার আগে ২০ ম্যাচে ১৯ গোল করে উজ্জ্বল পারফরম্যান্সের দৃষ্টান্ত রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাবে তোর যাওয়ার সিদ্ধান্ত আবারও সমালোচিত হলো। বার্সেলোনা ও ব্রাজিলের সাবেক তারকা রিভালদো বলেছেন, পিএসজিতে গিয়ে ভুল করেছেন নেইমার।

গত বছর মৌসুমের শুরুতে বিশ্ব রেকর্ড দামে পিএসজিতে যোগ দেন ২৬ বছরের ফরোয়ার্ড। লিগ ওয়ানে শুরুটাও ছিল দুর্দান্ত। ইনজুরিতে না পড়লে হয়তো সেই ধারাবাহিকতা ধরে রাখতেন তিনি। কিন্তু রিভালদোর মতে, ফ্রান্সে নেইমার তার সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারবেন না।

ব্যালন ডি’অর জিততে চাইলে নেইমারকে অন্য কোথাও যাওয়া উচিত বললেন ব্রাজিলের সাবেক তারকা, ‘যদি তুমি বিশ্বের সেরা হতে চাও, তাহলে অন্য কোথাও যেতে হবে। পিএসজি শক্তিশালী দল, কিন্তু চ্যাম্পিয়নস লিগে তাদের ঐতিহ্য নেই। ইউরোপের সেরা দল নয় তারা।’

রিভালদো আরও ব্যাখ্যা দিলেন, ‘ফরাসি লিগ ইংলিশ, স্প্যানিশ কিংবা জার্মান লিগের মতো নয়। এ কারণে আমি মনে করি সে একটা ভুল করেছে। কিন্তু আর্থিকভাবে এটা ছিল তার ও তার পরিবারের জন্য ভালো। ব্যালন ডি’অর পেতে হলে তোমাকে চ্যাম্পিয়নস লিগ জিততে হবে, ভিন্ন কিছু অর্জন করতে হবে। তার দল সবসময় লিগ ও কাপ জেতে, কিন্তু আমার বলতে হচ্ছে এটা শক্তিশালী কোনও চ্যাম্পিয়নশিপ নয়।’ গোল ডটকম