এক ক্যাবলেই অ্যাপল ও অ্যান্ড্রয়েড মোবাইল চার্জ
একটি ক্যাবলের মাধ্যমে একই সঙ্গে অ্যাপল ও অ্যান্ড্রয়েড ডিভাইস চার্জ দেওয়ার সুবিধা নিয়ে এলো কম্পিউটার সোর্স।
বাজারে আনলো ইউএসবি পোর্ট সুবিধার দ্বি-মুখী চার্জিং ক্যাবল প্রোলিংক-পিইউসি ৫০০। ডাটা ক্যাবলটির বাইরের পোর্টের একটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইসের জন্য ৫ পিনের মাইক্রো ক্যাবল এবং অপরটিতে ৮পিনের মাইক্রো ক্যাবল নিশ্চিত করেছে আইওএস চালিত আধুনিক মোবাইল ডিভাইসের চার্জিং ও ডাটা স্থানান্তর সুবিধা।
এক মিটার দীর্ঘ জটমুক্ত তারের উভয় পোর্টেই রয়েছে ডাস্ট ক্যাপ। প্রাযুক্তিক সুবিধার পাশাপাশি ফ্যাশনেও এগিয়ে আছে ডাটা ক্যাবলটি। সাদা, কালো, নীল, সবুজ, হলুদ ও গোলপী রঙের দুর্ঘটনার ঝুঁকিমুক্ত প্রযুক্তির প্রোলিংক ডাটা ক্যাবলের দাম ৬০০ টাকা।