২৪০ গিগার এসএসডি ড্রাইভ

3ead9d5df8686c5ec229d0284fc095d0-

বাজারে এসেছে কোরশেয়ার ব্র্যান্ডের ফোর্স সিরিজের এলই মডেলের ২৪০ গিগার সলিড স্টেট ড্রাইভ। সাটা ইন্টারফেস সমৃদ্ধ এই এসএসডির ফর্ম ফ্যাক্টর ৭ মিমি উচ্চতা, ২.৫ ইঞ্চি চওড়া এবং ওজন মাত্র ৫০ গ্রাম।

এসএসডিটির ম্যাক্সিমাম সিকোয়েন্সিয়াল রিড স্পিড ৫৬০ এমবি পার সেকেন্ড, ম্যাক্সিমাম সিকোয়েন্সিয়াল রাইট স্পিড ৫৩০ এমবি পার সেকেন্ড। হাই পারফর্মেন্স এই সলিড স্টেট ড্রাইভটির দাম ৭ হাজার ৫০০ টাকা।

বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস।