ফেসবুকে আসছে ‘ডিজলাইক’ বাটন
‘লাইক’ বাটনের পাশাপাশি এবার ‘ডিজলাইক’ বাটন যুক্ত হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এ ঘোষণা দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তরে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে ৩১ বছর বয়সী এ বিলিয়নিয়ার বলেন, নতুন এ বাটনটি ব্যবহারকারীদের সহানুভূতি প্রকাশে সহায়ক হবে। তিনি বলেন, পরীক্ষার জন্য এ বাটনটি চালু করার খুবই কাছাকাছি রয়েছে ফেসবুক। এ খবর দিয়েছে বিবিসি অনলাইন।
২০০৯ সালে জনপ্রিয় ‘লাইক’ বাটনটি চালুর পর থেকেই বহু ব্যবহারকারী ‘ডিজলাইক’ বাটনও চালুর অনুরোধ জানিয়ে আসছিলেন। কারণ, লাইক বাটনটিতে ক্লিক করে কোন নির্দিষ্ট পোস্টের প্রতি নিজের মতামতের প্রতিফলন সবসময় ঘটানো যায় না। এ প্রসঙ্গে জাকারবার্গ বলেন, বহু বছর ধরে মানুষ ডিজলাইক বাটনের জন্য বলে আসছিল। অগণিত মানুষ এ বাটন চালুর অনুরোধ করেছিল। আজকে একটি বিশেষ দিন। কেননা, আজকেই আমি বলতে পারছি যে, আমরা বাটনটি চালুর ব্যাপারে কাজ করছি। শিগগিরই এ নিয়ে নিরীক্ষা করার কাছাকাছি রয়েছি আমরা।
তবে জাকারবার্গ এ-ও বলেছেন যে, এ বাটনটি অন্যদের পোস্টে ‘নেতিবাচক ভোট’ দেয়া কাজে ব্যবহৃত হোক, তা তিনি চান না। বরং, কারো মন খারাপ করা পোস্টে সহানুভূতি জানাতেই এ বাটনটি ব্যবহারের পক্ষে তিনি। তবে ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রিয়া ফোর্টে বলেন, মানুষ এ বাটনটিকে নেতিবাচক মনোভাব প্রকাশেই ব্যবহার করবে। যদিও বন্ধুদের ছোট সন্তান, পোষা কুকুর-বেড়াল বা রান্নার ছবিতেও মানুষ এ বাটনটি ব্যবহার করবে বলে মনে হয় না। আমার ধারণা, এ বাটনটি কোন বিষয়ে দ্বিমত বা ভিন্নমত প্রকাশে ব্যবহৃত হবে। অথবা কারও মৃত্যু বা ক্ষতির বিষয়ে নিজের সহানুভূতি প্রকাশে ব্যবহৃত হবে।