শেষ ‘লুমিয়া’ ফোন
নকিয়া থেকে আসা লুমিয়া নামটিকেও বিদায় দিচ্ছে মাইক্রোসফট। ‘লুমিয়া ৬৫০’ মডেলটির পর বাজারে আর কোনো লুমিয়া ব্র্যান্ডের ফোন আনবে না মাইক্রোসফট। তাই এটিই হতে যাচ্ছে শেষ লুমিয়া ফোন। এরপর থেকে মাইক্রোসফটের নিজস্ব ব্র্যান্ডের সারফেস ফোন বাজারে আনতে পারে।
মাইক্রোসফটের কাছ থেকে লুমিয়া ৬৫০ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও যুক্তরাজ্যে বিভিন্ন থার্ড পার্টি খুচরা ফোন বিক্রেতারা এ ফোনটির তথ্য প্রকাশ করা শুরু করেছে। মোবাইল ফান ইউকে নামের একটি ওয়েবসাইটে কালো রঙের একটি লুমিয়া ৬৫০ মডেলের ফোনের দাম লেখা হয়েছে ১৯৯ পাউন্ড। ফোনটি সম্পর্কে বলা হয়েছে, ফোরজি সুবিধার ফোনটির ডিসপ্লে পাঁচ ইঞ্চি মাপের। এক জিবি র্যাম ও ১ দশমিক ১ গিগাহার্টজ প্রসেসরের ফোনটির বিল্ট ইন স্টোরেজ ৮ জিবি। ফোনটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে। দুই হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোনটির ওজন ১৫০ গ্রাম। ফোনটিতে মাইক্রোসফটের তৈরি অ্যাপসহ বেশ কিছু বাড়তি সুবিধা থাকবে। ফেব্রুয়ারি মাসে লুমিয়া সিরিজে সর্বশেষ এ ফোনটি আনতে পারে মাইক্রোসফট।