মাত্র ২ সেকেন্ডে বিক্রি ৭০ হাজার স্মার্ট ফোন!

PHONE
তাং ০৩.০২.২০১৬ ইং
মোঃ শাহাবুদ্দীন

অবিশ্বাস্য লাগলেও সত্যি! অনলাইনে মাত্র ২ সেকেন্ডে বিক্রি হল ৭০,০০০ স্মার্ট ফোন।

চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা লিইকো ‘এলই-১এস’ নামে একটি স্মার্ট ফোন কোং।

অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে মাত্র ২ সেকেন্ডে ৭০,০০০টি ‘এলই-১এস’ স্মার্ট ফোন বিক্রি করেছে।

এটি একটি নতুন রেকর্ড।