খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে প্রধানমন্ত্রীর অনুমোদন
দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বেড়েছে। তার পরিবারের করা আবেদনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলো তার পরিবার। আইন মন্ত্রণালয়ও যাচাই-বাছাই শেষে মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানোর মত দেয়। যার অনুমোদন আজ প্রধানমন্ত্রী দিয়েছেন।
তবে শর্ত অনুযায়ী, খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। তিনি বিদেশে যেতে পারবেন না।
সরকারের নির্বাহী আদেশে ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। যার মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। ৭৫ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে ‘ফিরোজায়’ রয়েছেন।