‘মাইল্ড স্ট্রোক’ করেছেন মোহাম্মদ নাসিম
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্বাস্থ্যের অবনতি হয়েছে। চিকিৎসকরা বলছেন, বৃহস্পতিবার রাতে তার মাইল্ড স্ট্রোক হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখন তার জরুরি অস্ত্রোপচার চলছে। তিনি করোনা আক্রান্ত হয়ে কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, সোমবার দুপুর ১২টায় করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কেবিনে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় রিপোর্ট পজেটিভ আসে। রাতে তাকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
প্রায় এক সপ্তাহ আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মোহাম্মদ নাসিমের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই সময় রিপোর্ট নেগেটিভ এসেছিলো।