ভোটারবান্ধব না হলে ভোটার পাওয়া যায় না :নাসিম
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ভোটরবান্ধব না হলে ভোটার পাওয়া যায় না। প্রয়াত পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মতো ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়তে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল বুধবার রাতে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় নেতা প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেন গুপ্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা সমিতি এই স্মরণসভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের যোদ্ধা এবং সংগঠক ও স্বাধীন দেশের অন্যতম সংবিধান প্রণেতা। তিনি বলেন, সুরঞ্জিত সেন গুপ্তের পড়াশোনা, মাটি ও মানুষের ভাষা রপ্ত করা, সাহিত্যের রসবোধ আর প্রখর মানবিক মূল্যবোধ, তেজ ও নাটকীয়তায় ভরা বক্তব্য সংসদ থেকে জনসভায় সবখানের মানুষ মুগ্ধ হতেন। মোহাম্মদ নাসিম বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আজীবন রাজনীতির মাঠে আলো ছড়ানো তারকা। মাটি আর মানুষের কাছে থেকে রাজনীতি করে তিনি হয়ে উঠেছিলেন সর্বজন শ্রদ্ধেয় এবং আস্থার রাজনৈতিক ব্যক্তিত্ব।
সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি সুজাত আহমেদ চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী মো. শাহাব উদ্দিন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, এ কে এম শাজাহান, মুহিবুর রহমান মানিক, আব্দুল মজিদ খান ও মোয়াজ্জেম হোসেন খান রতন, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।