‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিল আনতে হবে’
যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ অধিবেশনে বিল আনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
রোববার (৮ মে) যুদ্ধাপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এ সমাবেশের আয়োজন করে।
নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে সংগঠনের উত্তর জেলা সভাপতি ড. মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সেক্টর কমান্ডার্স ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট (অধ্যক্ষ) বিকে বিশ্বাস,দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক বেগম খালেদা আক্তার চৌধুরী, সহসভাপতি মুক্তিযোদ্ধা সাধনচন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, মোফাচ্ছেল মানিক শাহ্, শাহেদ মুরাদ শাকু, পলাশ বড়ুয়া, ইয়াসির আরাফাত, আরিফ মঈনুদ্দিন,অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন রাসেল, দীপন দাশ, কামাল উদ্দিন, শফিকুর রহমান, আব্দুল ওয়াহেদ হোসাইনী, এসএম কামাল, বোরহান উদ্দিন গিফারী, জালাল আহমেদ রানা, সৈয়দ ইমতিয়াজ, কামরুজ্জামান কমল, মোজাম্মেল হোসেন শামীম, জোবায়ের বাশার, মো. সালাউদ্দিন, চিন্ময় দাশ, ইরফান আলী ফাহিম, সাইফুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন,মোস্তাফা কামাল ফরহান, ইমদাদুর রহমান রিয়াদ, শিহাব উদ্দিন শামীম, দিদারুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, একাত্তরের আল বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে জামায়াত শিবির আহুত হরতাল বাংলাদেশ রাষ্ট্র, সংবিধান ও আইনের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। ৩০ লাখ শহীদের রক্তভেজা বাংলাদেশের মাটিতে পাকিস্তানের টাকায় লালিত জামায়াত-শিবিরের স্থান বাংলার মাটিতে হতে পারে না।
তারা আগামী জাতীয় সংসদ অধিবেশনে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিল আনার জোর দাবি জানানো হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে এসে শেষ হয়।