আজ থেকে বিআরটিসি’র অগ্রিম টিকিট বিক্রি শুরু

113711kalerkantho_pic

আসন্ন রোজার ঈদে ঘরমুখো যাত্রীদের সেবা নিশ্চিত করতে এ বছর বিআরটিসি ‘ঈদ স্পেশাল সার্ভিসের’ ব্যবস্থা করেছে। আগামী ১৩ জুন থেকে এ ঈদ স্পেশাল সার্ভিস শুরু হবে। আর আজ মঙ্গলবার সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে।

আসন্ন ঈদে যাত্রী পরিবহনে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিসসহ অন্য প্রস্তুতি নিয়ে কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে সভা শেষে এ সিদ্ধান্ত হয়েছে।

স্পেশাল সার্ভিসে এবার থাকছে ৯০৪টি বাস। আর জরুরি প্রয়োজন মেটাতে ৫৪টি বাস স্ট্যান্ডবাই থাকবে ঢাকার বিভিন্ন স্থানে।

রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মোহাম্মদপুর, গাবতলী, মিরপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী বাস ডিপো ও ঢাকা ফুলবাড়িয়ার সিবিএস-২ থেকে বিভিন্ন রুটের (ঢাকা থেকে) আগাম টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

এর মধ্যে, মতিঝিল ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-নাগরপুর, দাউদকান্দি, বাজিতপুর, খুলনা, দিনাজপুর, নেত্রকোনা রুট; কল্যাণপুর ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্দা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নাগরপুর, গোবিন্দগঞ্জ, রানীসংকর, ঠাকুরগাঁও, দিনাজপুর রুট।