‘রস’র মিষ্টিতে তেলাপোকা, ১২ লাখ টাকা জরিমানা

রাজধানীতে ‘রস’ মিষ্টির কারখানায় তেলাপোকা পাওয়ায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির যাত্রাবাড়ির কারখানায় এ অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১০ ও বিএসটিআইয়ের সহযোগিতায় এ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি বলেন, কারখানার মিস্টির মধ্যে তেলাপোকা ও মাছি পড়ে থাকতে দেখা গেছে। মিস্টিসহ অন্যান্য খাদ্য পণ্য তৈরিতে অপরিশোধিত পানি ব্যবহার করা হয়। নোংরা ও অস্থাস্থ্যকর পরিবেশে মিষ্টি-সেমাই তৈরি ও যথাযথ সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানের ম্যানেজার সফিকুর রহমান, সহকারী ম্যানেজার সুজয় সরকার, জয়লাল চন্দ্র দাস ও প্রধান কারিগর সনজিৎ মিত্রকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।