ঢাকা মেডিকেলে করোনা রোগীর চিকিৎসা শুরু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালু হয়েছে। বেলা ১২টার পর করোনা রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়। হাসপাতালটিতে একসাথে ২শ’ রোগী চিকিৎসা নিতে পারবেন। যেসব ডাক্তার ও নার্স, চিকিৎসা সেবা দেবেন, তাদের জন্য বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।
এতে শনিবার সকাল থেকে রাজধানীসহ আশে পাশের এলাকা থেকে অনেক করোনা রোগী আসেন চিকিৎসা নিতে। তবে সেবা কার্যক্রম নির্ধারিত সময়ের কিছু পরে শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েন কেউ কেউ।
প্রথম ধাপে ৩০০ করোনা রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পরের ধাপে আরও ৬০০ থেকে ৭০০ করোনা রোগীকে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে রয়েছে। দেশের এই ক্রান্তিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা রোগীর পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে যাবে।’
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অন্তত এক হাজার করোনা রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে। শুধু করোনা রোগী নয় শ্বাসকষ্ট রোগের চিকিৎসাও দেয়া হবে এই হাসপাতালে।