গণজাগরন মঞ্চের কর্মীর বিরুদ্ধে হেফাজতের প্রচারণা
হাটহাজারী প্রতিনিধিঃ হেফাজতী ইসলামী বাংলাদেশের চট্রগ্রামের প্রধান শাখার কার্যালয়ে গতকাল হেফাজতের বিভিন্ন স্তরের কর্মীরা তাদের কার্যালয়ের অদূরে আবদুল আহাদ শান্ত নামের এক কর্মীর বিরুদ্ধে পোস্টারিং করে। জানা যায় আব্দুল আহাদ শান্ত যুক্তরাজ্য গঞ্জাগরন মঞ্চের একজন কর্মী যার বিরুদ্ধে নাস্তিকতার অভিযোগ এনে তার ফাঁসী দাবী করেছে হেফাজতী ইসলামী বাংলাদেশ।
এর আগেও এই একই মাদ্রাসা থেকে নাজমুল হোসেন ঘাতক, আবদুল্লাহ আল হাসান, শারমিন জান্নাত নামক আরো ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের বিরুদ্ধে এমন প্রচারণা চালায় হেফাজতের কর্মীরা। এই ব্যাপারে জানতে চাওয়া হলে হেফাজতের নেতা বাবুনগরী বলেন, “যারা ইসলামের ও রাসুল করীমের অবমাননা করে এই বাংলায় তাদের কোনো ঠাঁই হবে না। এই দেশের তৌহিদী জনতা তাদের প্রতিহত করবেই”।
উল্লেখ্য যে এথিস্ট ইন বাংলাদেশ নামক একটি ম্যাগাজিনে আল্লাহ ও রাসুলের অবমাননা করার কারনে হেফাজতের এক কর্মী গত এপ্রিলে আব্দুল আহাদ শান্ত সহ আরো ৩৫ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করে ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টে যেটির চার্জশীট সাম্প্রতিক সময়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন থেকে দেয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচার শুরু হবার অবস্থায় কোর্টে অপেক্ষমান রয়েছে।
এই ব্যাপারে গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সাথে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। জানা যায় তিনি এক মাসের সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।