‘ষড়যন্ত্রের’ অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ইহুদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থানায় এই মামলা করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম রব্বানি।
ফৌজদারি দণ্ডবিধির ১২০/বি (রাজনৈতিক ষড়যন্ত্র), ১২১/এ (রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র) ও ১২৪/এ (রাষ্ট্রদ্রোহ) ধরায় মামলাটি দায়ের করা হয়।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এ মামলা করার অনুমতি পাওয়ার কথা জানান পুলিশ প্রধান একেএম শহীদুল হক।
প্রসঙ্গত, ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলামের সাক্ষাতের ছবি ও খবর গণমাধ্যমে এলে আলোচনা শুরু হয়। শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি ইসরায়েল এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা। যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপির পক্ষ থেকে বলা হয়, আসলামের ওই সফর ছিল ‘ব্যক্তিগত’। একই কথা জানান লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদি।
রোববার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে বিএনপি এ নেতাকে আটক করে ডিবি পুলিশ। একইসঙ্গে তার গাড়ি চালক ও এক সহকারীকেও আটক করা হয়।