আইজিপির সঙ্গে মাদ্রাসা বোর্ড প্রতিনিধিদের সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৬ মে) পুলিশ হেডকোয়ার্টারে বেফাক-এর একটি প্রতিনিধি দল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বেকাফ-এর সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আশ্রাফ আলী ও মহাসচিব মাওলানা আব্দুল জব্বার।

প্রতিনিধি দল জাতীয় শিক্ষানীতি-২০১০, খসড়া শিক্ষা আইন-২০১৬ এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে পুলিশ প্রধানকে অবহিত করেন।

ইসলাম বিরোধী বিষয়গুলো পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার ব্যাপারে আইজিপির সহযোগিতা চায় প্রতিনিধি দল।

এ সময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী জনমত গঠনে কাজ করবে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)। তারা দেশের বিভিন্ন কওমী মাদ্রাসা ও মসজিদের মাধ্যমে ইসলামের সত্যিকার আদর্শ তুলে ধরবে।

ইসলাম বিরোধী প্রচারণা বন্ধে বেফাক নেতাদের আরও দায়িত্বশীল ভূমিকা ও আচরণ আশা করেন আইজিপি।

প্রতিনিধি দলের নেতারা বলেন, আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করছি। দেশব্যাপী কওমী মাদ্রাসার শিক্ষকগণ সন্ত্রাস, মাদকের অপব্যবহার ইত্যাদি বিষয় জনগণের নিকট তুলে ধরছে। ইসলামের শান্তির বার্তা মানুষের নিকট পৌঁছে দিচ্ছে। তারা এসব ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখা এবং পুলিশের সাথে একযোগে কাজ করার ব্যাপারে আইজিপিকে আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বেফাক’র সালেহ আহম্মেদ, আহসান হাবীব, মুফতি রেজাউল করিম, মাওলানা মঞ্জুরুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।