এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি

136029e23b8f57958119201e960a2edc-5

শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গোপালগঞ্জ বন্ধুসভা ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক এক কর্মসূচি গ্রহণ করেছে।
২২ জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাদদেশ থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধে সম্মুখসমরে অংশগ্রহণকারী মোক্তার আলী বীর প্রতীক কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। বক্তব্য দেন বন্ধুসভা গোপালগঞ্জ কমিটির সভাপতি অনুপ বণিক, সুব্রত সাহা প্রমুখ।
এ আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি সায়েরা খাতুন মেডিকেল কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ ও হাজি লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধন ঘোষণার পর মোক্তার আলী বীর প্রতীক শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধ, তাঁর অংশগ্রহণের প্রেক্ষাপট ও তাঁর বীরত্বগাথা তুলে ধরেন।
আগামী মার্চ মাস পর্যন্ত জেলার মোট ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ রকম আয়োজনের উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জ বন্ধুসভা।