বাংলাদেশ ব্যাংকে তিন ডেপুটি গভর্নরের মেয়াদ বাড়বে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের চাকরির মেয়াদ বাড়বে। অবসর নেয়ায় তারা ফের নিয়োগ পাচ্ছেন। সোমবার সচিবালয়ে ভুটানের স্পিকারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ চারটি। এখন কর্মরত আছেন একজন। তার নাম আবুল কাসেম।
যে তিন ডেপুটি গভর্নরকে ফের নিয়োগ দেয়া হবে তারা হলেন- এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, আবু হেনা মোহা. রাজী হাসান। তাদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে।
বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ বেড়ে যাওয়া সম্পর্কে জানাতে চাইলে মন্ত্রী বলেন, ‘গভর্নর, ডেপুটি গভর্নরের নিয়োগ চুক্তিভিত্তিকই হয়। এটাই ভালো।’