দ্বিতীয় স্ত্রীর হাতে লিঙ্গ হারালেন স্বামী
প্রথম স্ত্রীর কথা গোপন রেখে বিয়ে করায় দ্বিতীয় স্ত্রীর হাতে লিঙ্গ হারাতে হয়েছে স্বামী আব্দুছ ছালামের।
মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ দ্বিতীয় স্ত্রী শাহনাজ পারভীন ওরফে শানুকে (২৫) আটক করেছে।
আহত আব্দুছ ছালামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আব্দুছ ছালাম প্রথম স্ত্রী ও দুই সন্তানের কথা গোপন রেখে নিজেকে অবিবাহিত দাবি করে পাঁচ বছর আগে পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের শানুকে (২৫) বিয়ে করে। সম্প্রতি প্রথম স্ত্রী ও দুই সন্তানের কথা দ্বিতীয় স্ত্রী জানতে পারে।
এ নিয়ে চারদিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সালাম বাড়ি ছেড়ে চলে যায়। বিষয়টি মীমাংসার কথা বলে দ্বিতীয় স্ত্রী শানু মঙ্গলবার সকাল ৭টার দিকে ছালামকে বাগমারা এলাকায় নিজ বাড়িতে নিয়ে আসে।
পরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে শানু সাবল দিয়ে ছালামের ঘাড়ে আঘাত করে। এতে ছালাম জ্ঞান হারায়। পরে সে এলোপাতাড়ি আঘাত করে ছালামের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। এক পর্য়ায়ে ধারালো ব্লেড দিয়ে স্বামীর লিঙ্গ কেটে দেয় শানু।
এরপর আশপাশের লোকজন এসে শানুকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুমন জানান, ছালামের লিঙ্গের প্রায় ৭৫ ভাগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।