জামিন জালিয়াতির দায়ে আইনজীবীকে সব কোর্টে নিষিদ্ধ

042454Law_kalerkantho_pic

জাল কাগজপত্র দাখিল করে উচ্চ আদালত থেকে ধর্ষণ মামলাসহ তিন মামলায় আসামির জামিন করানোর অভিযোগে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনকে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন জালিয়াতির বিষয়টি সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল জালিয়াতির বিভিন্ন তথ্য তুলে ধরেন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

অভিযুক্ত আইনজীবী জালাল উদ্দিন তিনটি মামলায় কোথাও জামাল উদ্দিন, আবার কোথাও জালাল উদ্দিন নাম ব্যবহার করেছেন। এসব জালিয়াতি ঢাকতে হারুন অর রশিদ নামে এক আইনজীবীর আইডি ব্যবহার করেছেন। এই জালিয়াতির তথ্য উদ্ঘাটনের পর আইনজীবীদের তলব করেন আদালত। গতকাল তাঁদের উপস্থিতিতে এ আদেশ দেন।