নাশকতার মামলায় মির্জা ফখরুলসহ ৪৩ জনের বিরুদ্ধে চার্জশিট

পল্টন থানার একটি নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৩ জনের বিরুদ্ধে পৃথক দু’টি চার্জশিট দিয়েছে পল্টন থানা পুলিশ।

মঙ্গলবার (০৩ মে) বিকালে ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই তবিবুর রহমান দণ্ডবিধি ও বিষ্ফোরক আইনে পৃথক পৃথকভাবে চার্জশিট দু’টি দাখিল করেন।

চার্জশিটে মির্জা ফখরুল ইসলাম ছাড়াও রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমানউল্লাহ আমান, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৪৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ঢাকার সিএমএম আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল আহমেদ বাংলানিউজকে জানান, আদালতের সময়ের পরে আসায় চার্জশিট দু’টি আদালতে তোলা হয়নি। বুধবার (০৪ মে) তা আদালতে উপস্থাপন করা হবে।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর নাশকতা ও বোমা বিষ্ফোরণের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল।