শিশু কিশোরদের কাছে যিশু খ্রীষ্টের বার্তা পৌঁছে দেয়া হবে এ সিনেমার মাধ্যমে – নির্মাতাদের এমন বক্তব্যের ভিত্তিতেই ৭৬ বছর বয়সী পোপ ফ্র্যান্সিস সিনেময় অভিনয় করতে রাজি হন।
পোপের চরিত্রে যে কেউই অভিনয় করতে পারতেন। তবে স্বয়ং পোপ ফ্র্যান্সিসকে পেয়ে বেশ উচ্ছ্বসিত নির্মাতা লেভরলিনো। জানালেন, “মহানুভব পোপের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও উচ্ছাস জানাই। তিনি আমাদের সিনেমায় অভিনয় করছেন, এ অনুভূতি বর্ণনাতীত।”
এ বছরের জুলাই মাস থেকে ইটালিতে শুরু হবে সিনেমার বিভিন্ন জায়গার মূল ছবি তোলার কাজ। এর পরপরই দৃশ্যধারণের দিকে মনোযোগ দেবেন নির্মাতারা।
আর্জেন্টাইন পোপের ‘বিয়ন্ড দ্য সান’ সিনেমা থেকে অর্জিত অর্থ চলে যাবে আর্জেন্টিনার দাতব্য সংস্থা এল আলেমেন্দ্রো এবং লস হগারেস দ্য ক্রিস্টোর কাছে। দুর্দশাগ্রস্থ কিশোর এবং তরুণদের সাহায্যার্থে কাজ করে আসছে এই দুইটি সংস্থা।