শুটিংয়ের ৮ বছর পর ছাড়পত্র!
শুটিং শুরু হয়েছিল ২০১০ সালে। কাজ চলে থমকে থমকে। শেষ হতে লেগেছে দু-বছর। ৮ বছর পর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় সিনেমাটি। অবশেষে গত সোমবার বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে ‘সৌভাগ্য’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা এফ আই মানিক। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়িকা মৌসুমী।
সিনেমাটির কথা দর্শকরা ভুলে গিয়েছেন। ইন্ডাস্ট্রির চরম হতাশার মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে চলচ্চিত্রটি। পরিচালক এফ আই মানিক বলেন, ‘আর দেরি করতে চাই না। সেন্সর পেলেও এখনও সবকিছু গোছানো হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব সিনেমাটি মুক্তি দেবো।’ ডিপজল বলেন, ‘বাংলাদেশের গুণী নির্মাতা এফ আই মানিক অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এছাড়া মৌসুমীও ঢাকাই ইন্ডাস্ট্রির সফল নায়িকা। আমরা দুজন মিলে বেশ কিছু ছবি দর্শককে উপহার দিয়েছি। আশা করছি, এই সিনেমাও দর্শকের ভালো লাগবে।’
মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে সৌভাগ্য। এতে আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডি জে সোহেল প্রমুখ।
২০১৭ সালের অক্টোবরে মুক্তি পায় ডিপজল-মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিটি পরিচালনা করেন প্রখ্যাত নির্মাতা মনতাজুর রহমান আকবর।