আমি অভিনেত্রী নায়িকা নই
মা হওয়ার কারণে প্রায় দশ মাস ধরে কোনো কাজ করেননি মৌসুমী নাগ। তবে তার অভিনীত কিছু ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। অন্যদিকে তার অভিনীত ‘রান আউট’ ছবিটি মুক্তি পেয়েছে। কথা হলো তার সঙ্গে-
সাংবাদিকঃ অনেকদিন কাজ না করেও পর্দায় আপনার উপস্থিতি ঠিকই আছে-
মৌসুমী নাগ: মা হওয়ার কারণে প্রায় দশ মাস ধরে কোনো কাজ করছি না। এর আগে দলছুট প্রজাপতি, শূন্য জীবন, ভিলেজ ইঞ্জিনিয়ার, সম্পর্ক ধারাবাহিকে কাজ করেছিলাম। এর মধ্যে শূন্য জীবন ও দলছুট প্রজাপতি নাটক দুটি প্রচার হচ্ছে। এজন্য ছোটপর্দায় আমার উপস্থিতি রয়েছে। কিছু দিন পর আবারও নতুনভাবে কাজ শুরু করব।
সাংবাদিকঃ ‘রানআউট’ ছবিটি নিয়ে বলবেন
মৌসুমী নাগ: থ্রিলার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এখানে আমাকে ভিন্নভাবে দেখা যাচ্ছে। এর আগে আমাকে এমনভাবে কখনও দেখা যায়নি। আমার বিশ্বাস ‘রানআউট’ শুধু আমার নয় দর্শকদেরও প্রত্যাশা পূরণ করবে। আমি সিনেমাটি নিয়ে অনেক বেশি আশাবাদী। শতভাগ বাণিজ্যিক ধারার চলচ্চিত্র এটি । ৭০টি হলে মুক্তি পায়। পরবর্তী সপ্তাহে ৩০টি হলে দেখা যাবে। তন্ময় তানসেনের পরিচালনায় এখানে আমি, সজল, তারিক আনাম খান, স্বর্ণাসহ আরও অনেকেই অভিনয় করেছি।
সাংবাদিকঃ আপনার অভিনীত ‘শূন্য জীবন’ নাটক সম্পর্কে বলুন-
মৌসুমী নাগ: এই নাটকে আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমার বিপরীতে কাজ করেছেন হিল্লোল ভাই। তিনি আমার বয়ফ্রেন্ড। মিডিয়ায় কাজের প্রতি হিল্লোল ভাইয়ের ঝোঁক থাকে।
সাংবাদিকঃ ঈদে আপনার অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ‘প্রার্থনা’ ছবিটি মুক্তি পায়। এ ব্যাপারে কিছু বলুন
মৌসুমী নাগ: হ্যাঁ। ‘প্রার্থনা’ সম্পূর্ণ বাণিজ্যিক ধারার চলচ্চিত্র নয়। তবে এটি এক শ্রেণীর দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। যারা ছবিটি দেখেছে আমাকে ইতিবাচক কথাই বলেছে।
সাংবাদিকঃ নতুন কোনো চলচ্চিত্রে কাজ করবেন?
মৌসুমী নাগ: আমি অভিনেত্রী, নায়িকা নই। তাই মনের মতো কোনো গল্প পেলে যেখানে অভিনয়ের সুযোগ থাকবে এমন ধরনের চলচ্চিত্রে কাজ করব। তবে বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও নিয়মিত কাজ করবো।