রিজার্ভের অর্থ চুরিতে ২০ বিদেশি শনাক্ত: সিআইডি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় শনাক্ত করা হয়েছে ২০ বিদেশিকে। তারা শ্রীলঙ্কা, ফিলিপাইন, চীন ও জাপানের নাগরিক।
সকালে রাজধানীর মালিবাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে, এ দাবি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সিআইডির উপ-মহাপরিদর্শক শাহ আলম জানান, এ ঘটনায় বাংলাদেশ বাংকের কর্মকর্তাদেরও গাফিলতির প্রমাণ মিলেছে। তারা কী উদ্দেশ্যে এটি করেছে, এখন সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনা বাংলাদেশ তো বটেই, তোলপাড় তৈরি করে আরও কয়েকটি দেশে। সমালোচনার মুখে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। নানা সংস্থার পাশাপাশি ঘটনার তদন্তভার দেয়া হয় সিআইডিকেও।
এর অংশ হিসেবে সিআইডির ১৬ সদস্যের একটি দল যায় ফিলিপাইন ও শ্রীলংকায়। কেননা রিজার্ভের হ্যাক হওয়া টাকা স্থানান্তর করা হয়েছিলো এই দুটি দেশে। ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি জানান, হ্যাকিংয়ের মাধ্যমেই এই টাকা সরানো হয়েছে, এতে কোন সন্দেহ নেই। আর এর সাথে ২০ জন বিদেশির সম্পৃক্ততাও উঠে এসেছে তদন্তে। যদিও তদন্তের স্বার্থে এদের নাম প্রকাশ করেননি তিনি।
সিআইডির তদন্ত দলের এই সদস্য জানান, রিজার্ভ সুরক্ষায় যে বাংলাদেশিরা ছিলেন, তাদের গাফিলতিরও প্রমাণ পাওয়া গেছে। তবে এই গাফিলতি প্রযুক্তিগত অসচেতনতা নাকি চুরির উদ্দেশ্যে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিআইডির এই কর্মকর্তা জানান, তদন্তে যেসব বিদেশির নাম এসেছে, তাদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে।