৬ বছরের কমবয়সী শিক্ষার্থীর নামেও ব্যাংক হিসাব খোলা যাবে

school banking jugantor_2599
সরকারের স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় এতদিন ছয় বছর বয়স হলেই শিশু শিক্ষার্থীদের নামে ব্যাংকে হিসাব খোলা যেত। কিন্তু এবার এই নীতিমালা আরও শিথিল করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বয়স ছয় কমবয়সী শিক্ষার্থীর নামেও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এ প্রজ্ঞাপনের মাধ্যমে ছয় বছরের কম বয়সী শিশু শিক্ষার্থীদের নামেও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে ব্যাংকগুলোকে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরুর নির্দেশ দেয়। এর আওতায় এতদিন ছয় থেকে থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের নামে স্কুল ব্যাংকিং হিসাব খোলা যেত। এ কার্যক্রম শুরুর পর গত পাঁচ বছরে ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের প্রায় ৯ লাখ হিসাব খোলা হয়েছে। এতে সঞ্চয়ের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা।
এর আগে স্কুল ব্যাংকিং কার্যক্রম জোরদার করতে গত বছরের নভেম্বরে আরও একটি নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।