দেশে কোটিপতি ১ লাখের বেশী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তফসিলি ব্যাংকের হিসাব অনুযায়ী দেশে কোটি টাকার হিসাবধারী রয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৬৫ জন।
সোমবার জাতীয় সংসদে মো. সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ তফসিলি ব্যাংকে কোটি টাকার হিসাব সংখ্যা (আমানত এবং আগাম) ২০১৫ সালে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ২৬৫টি।
সংসদে দেয়া অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী বিগত পাঁচ বছরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোটিপতি হিসাব সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫০টি।
আর চলতি অর্থবছরের প্রথমার্ধে (ডিসেম্বর ২০১৫) ২১ হাজার ২৮ কোটি টাকা আয়কর আদায় হয়েছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী।
এছাড়া এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরের (২০১৫-১৬) ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক সহায়তার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ০৫ শতাংশ বেড়েছে।
গত ২০১৪-১৫ অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক সহায়তার পরিমাণ ছিল ১,৫০১ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার। আর চলতি অর্থবছরে একই সময়ে প্রাপ্ত মোট বৈদেশিক সহায়তার পরিমাণ ১,৫৯২ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার।