শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে মানববন্ধন

o

সাভারে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাঁটাই হওয়া শ্রমিক ও কয়েকটি শ্রমিক সংগঠন। গতকাল শনিবার সকালে সাভারের ধসেপড়া রানা প্লাজার সামনে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে শ্রমিক নেতারা বলেন, করোনার মহামারিকালে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নেই। এরই মধ্যে করোনা মহামারিকে পুঁজি করে মালিকরা প্রতিনিয়ত শ্রমিক ছাঁটাই করছেন। এছাড়া ছাঁটাই হওয়া শ্রমিকদের বেতনসহ নানা পাওনাদিও পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। সাভারে আল-মুসলিম গ্রুপের শ্রমিক ছাঁটাই করা হয়েছে। কম্বাইন্ড টেক্স লিমিটেডসহ কয়েকটি কারখানায় শ্রমিকদের বেতন না দিয়ে মালিক পলাতক রয়েছে। তাই অবিলম্বে বন্ধ কারখানা চালু এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান নেতৃবৃন্দ। এ সময় টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি শাহ্ আলম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি মো. কবির খান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।