অভিজিৎ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে : বার্নিকাট

barnicut+jugantor_4411
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চত্বরে এক কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বার্নিকাট এ আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি ও পাচ্ছি, তাতে আমরা সন্তুষ্ট।’

বার্নিকাট বলেন, ‘আমরা খুবই সন্তুষ্ট যে তদন্তে আমরা একটা ভূমিকা রাখতে পেরেছি। আশা করছি, শেষ পর্যন্ত সত্য উদঘাটন হবে।’

তিনি বলেন, ঢাকায় দ্রুত নগরায়ণ হচ্ছে। নগরায়ণের দ্রুতগতির সঙ্গে পরিকল্পনার সমন্বয় কম থাকায় ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে।

কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক রিয়াজ আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। চাপাতির আঘাতে রক্তাক্ত হন তাঁর সঙ্গে থাকা স্ত্রী রাফিদা আহমেদ।