বুধবার বিকেলে সেখান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানে আলম জানান।
তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে রানীর শরীরে কেরোসিন ঢেলে তার স্বামী সাহেব আলী আগুন ধরিয়ে দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
অন্যদিকে আটক সাহেব আলী পুলিশকে বলেছেন, পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী নিজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।
পরিদর্শক জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে কী ঘটেছিল তা আমরা তদন্ত করে দেখছি।”