বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০১৩ সালের ২৫ মার্চ চান্দগাঁও এলাকায় ভাঙচুর ও সহিংসতায় এক টমটম চালকের মৃত্যু ঘটনায় দায়ের করা মামলায় আদালত শাজাহান চৌধুরীসহ পলাতক ১২ জনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করে।
সহিংসতার মামলাটি নিম্ন আদালত থেকে বিচারে জন্য প্রস্তুত হয়ে মহানগর দায়রা জজ আদালতে আসে। বিচারক অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০১৩ সালে বিএনপি-জামায়াত জোটের সরকারবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক নাশকতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় নগরীতে বিএনপি-জামায়াত নেতাদের বিরদ্ধে বেশ কয়েকটি মামলা হয়।
জামায়াত নেতা শাজাহান চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।