প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অব্যাহতি

war_crimes_tribunal+jugantor_3695
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে মামলার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু তাকে অব্যাহতি দিয়েছেন।

জানা গেছে, ব্যক্তিগত অদক্ষতা, অসততার কারণে জনস্বার্থে প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অব্যাহতি দেয়া হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আল-বদর শামসুল হক গং ও হোসেন তরফদারসহ ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হলো।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না বলেও চিঠিতে জানানো হয়।

কোনো কারণ ব্যাখ্যা না করে প্রধান প্রসিকিউটর ওই চিঠিতে লিখেছেন, ‘জনস্বার্থে’ এই আদেশ দেয়া হয়েছে।

প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, ‘চিফ প্রসিকিউটরের ক্ষমতা রয়েছে উনি যে কোনো প্রসিকিউটরকে মামলা দিতে পারেন, মামলা থেকে প্রত্যাহার করতে পারেন। উনি সেই ক্ষমতা প্রয়োগ করে মামলা থেকে তাকে প্রত্যাহার করেছেন।’

এর আগে ২০১৪ সালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ নিজের কম্পিউটার থেকে তথ্য চুরির সন্দেহে শাহবাগ থানায় মোহাম্মদ আলীর নামে জিডি করেন। এরপর ওই ঘটনার ‘সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য’ মোহাম্মদ আলীও পাল্টা জিডি করেন।