শত বছর পর ‘মসলিনের’ দেখা

12645140_1703247803249330_8408148494053054007_n
রূপগঞ্জের এক কারিগরের বানানো ৩০০ কাউন্টের (১ গ্রামে ৩০০ মিটার) সুতার দুটি শাড়ি বৃহস্পতিবার জাতীয় যাদুঘরে প্রদর্শন করা হয়। বারো হাত ও সাড়ে বারো হাত দৈর্ঘ্যের শাড়ি দুটির বেড় ৪৭ ইঞ্চি বলে উদ্যোক্তারা জানান।