যুদ্ধাপরাধী সোহরাব গৌরীপুরে গ্রেফতার

mymensingh_gourip_pic-1_04-02-2016_3270

আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালের মামলার আসামি নেত্রকোনার সোহরাব ফকিরকে (৮০) ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ময়মনসিংহের গৌরীপুর-বেখৈরহাটি সড়কের বীরআহাম্মদপুর কাচারী বাজার নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোহরাব ফকির ৭১’র মহান মুক্তিযুদ্ধের বিরোধীতার কারণে এলাকায় ‘সোহবার রাজাকার’ নামে পরিচিত। তার বাবার নাম মৃত সুরুজ আলী। মুক্তিযুদ্ধের সময় নেত্রকোনা জেলার আটপাড়া থানার কুলশ্রী গ্রামে বসবাস করতো।

মুক্তিযুদ্ধের পর সোহবার ফকির দালাল আইনের মামলায় আসামি ছিল। ১৯৭৭ সালে এ মামলা থেকে ছাড়া পান তিনি।

সোহরাব ফকির জানান, এ মামলা থেকে ছাড় পাওয়ার পর কেউ আর ‘রাজাকার’ বলে ডাকেনি। ১৯৭১’র সালে ৩ সন্তানের জনক ছিলাম। স্বাধীনতার সংগ্রামে অংশ গ্রহণ করি নাই। বাড়িঘর ভাংচুর, লুটপাট, ধর্ষণের ঘটনায়ও জড়িত ছিলাম না।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, সোহরাব ফকির গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে পীর মামুনের (পীর ভাই) বাড়িতে মঙ্গলবার থেকে আশ্রয় নেয়। গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর-বেখৈরহাটি সড়কে বীরআহাম্মদপুর কাচারী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সোহরাব ফকির আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ২৫ (০৫/০৫/২০১৫) নম্বর মামলার অভিযুক্ত আসামি।