পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাকে আটকের পরপরই হস্তান্তর

রাজধানীর গুলশান-২ এলাকা থেকে পাকিস্তানি হাইকমিশনের এক কর্মকর্তাকে আটক করার কিছু সময় পরেই আবার তাকে হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়। তিনি হলেন পাকিস্তানি হাইকমিশনের তথ্য সচিবের বিশেষ ব্যক্তিগত সহকারী আবরার আলী খান।
সোমবার দুপুরে সন্দেহভাজন গতিবিধির অভিযোগে গুলশান-২ এর ৬৯ নম্বর রোড থেকে তাকে আটক করা হয়। আটকের পর আবার হাইকমিশনের কাছে তাকে হস্তান্তর করে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, গুলশান এলাকায় তার হাঁটাচলা সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তবে এবিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মারুফ হোসেন সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি জানার চেষ্টা চলছে। তথ্য পেলে জানানো হবে।’