পুলিশের এসআই সাময়িক বরখাস্ত, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

2591258db69dfdfd166d1dea7d16383d-2

রাজধানীতে এক ছাত্রীকে হয়রানির অভিযোগে আদাবর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমারকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আদাবরের এই ঘটনায় ডিএমপি সদর দফতর আরেকটি কমিটি গঠন করেছে। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার নির্দেশে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হচ্ছেন- ডিএমপির যুগ্ম কমিশনার (প্রোটেকশন) জামিল আহমেদ, ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার ও ডিসি ডিবি (পশ্চিম) সাজ্জাদুর রহমান। তিন কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে সোমবার সকালে এসআই রতন কুমারের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন বেসরকারি আশা ইউনিভার্সিটির ওই ছাত্রী। সকালে নারী ও শিশু ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালাউদ্দিন আহমেদের আদালতে তিনি মামলার আবেদনপত্র জমা দেন। তার পক্ষে আইনজীবী শাহ আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে বাদীর জবানবন্দি নিয়ে তা বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযোগ করা হয়েছে, রবিবার বিকালে মোহাম্মদপুরে শিয়া মসজিদের সামনে জাপান গার্ডেন সিটি সংলগ্ন এলাকায় ওই ছাত্রীকে তিন পুলিশ সদস্য রিকশা থেকে নামিয়ে পাশের একটি দোকানে নিয়ে যান। তারা সবাইকে দোকান থেকে বের করে দিয়ে তাকে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলেন বলে ওই ছাত্রী অভিযোগ করেন।
ওই ছাত্রী বাংলা ট্রিবিউনকে জানান,  তার কাছে ইয়াবা  রয়েছে সন্দেহ প্রকাশ করে পুলিশ তল্লাশির চেষ্টা চালায়। এ সময় পুলিশ তার ব্যাগে হাত দেয়। এই ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি।
বিষয়টি নিয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই এসআই রতনকে  ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একজন অতিরিক্ত উপ-কমিশনার বিষয়টি তদন্ত করছেন। আজই তাকে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই এসআই রতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে এসআই রতনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর স্বামী আদাবরের যুবদলের নেতা। গত জুনে তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন।