পাথরঘাটার এক নারীর মৃতদেহ উদ্ধার

index

তাং ১২.০৪.২০১৬ ইং
জসিম, পাথরঘাটা, বরগুনা

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১১ এপ্রিল ২০১৬ইং) সকাল ৮টার দিকে কালমেঘা ইউনিয়নের কালমেঘা খান বাড়ির একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

কালমেঘা গ্রামের মোঃ জয়নাল খানের স্ত্রী মোসাঃ সেতারা বেগম জানান, ভোররাতে ফজরের নামাজ পড়ার জন্য পুকুরে ওজু করতে গেলে মানুষের মতো কিছু
একটা দেখতে পান। এ সময় তিনি একটি লাঠি দিয়ে নাড়াচাড়া করার পরে একটি মেয়ের মৃতদেহ দেখতে পেয়ে সবাইকে জানান। পরে খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে সকাল ১০টা পর্যন্ত উদ্ধারকৃত মৃতদেহটি কেউ সনাক্ত করতে পারেনি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম জিয়াউল হক বলেন, উদ্ধারকৃত মৃতদেহের বয়স ১৭/১৮ বছর হবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল
মর্গে পাঠানো হবে।