রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার সালাহ উদ্দীন
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ সালাহ উদ্দীন সিদ্দিক। গত বুধবার নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।
এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) হিসেবে কর্মরত ছিলেন সালাহ উদ্দীন।
সালাহ্ উদ্দীন সিদ্দিক ১৯৯৫ সালে নোয়াখালীর হাতিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি যুক্তরাজ্য, জাপান, কোরিয়া ও ভারতসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
সালাহ্ উদ্দীন সিদ্দিক চাঁদপুরের মতলব উপজেলার কালিপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।