সিরাজগঞ্জে জেএমবি সদস্যের কারাদণ্ড

Sirajganj-5b012857a0816 (1)

সিরাজগঞ্জে জেএমবির এক সদস্যকে সাড়ে ৪ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৪ হাজার টাকার জরিমানা, আনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনালের (১) বিচারক জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. আতাউল্লাহ ওরফে বাহাদুর আলী (৩০) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইঝভান্ডারী গ্রামের মওলানা মোহাম্মদ আবু ইউসুফের ছেলে।

এর আগে ২০১৬ সালের ১৮ জুলাই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নতুন পাড়া জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করে ডিবি।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক রওশন আলী বলেন, মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের উষ্কানি দিয়ে তথাকথিত জিহাদের মাধ্যমে তাড়াশের নিভৃত পল্লীতে জেএমবির কর্মকাণ্ড পরিচালনার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। বগুড়ার শেরপুরে গত ৩ এপ্রিল বোমা বিস্ফোরণে নিহত সিরাজগঞ্জের জামুয়া গ্রামের আলোচিত জঙ্গি তরিকুলের ভগ্নিপতি তিনি। ২০১৩ সাল থেকে তিনি তাড়াশে ছদ্মবেশে ইমামতির দায়িত্বে পালন করে আসছিলেন। পরে সন্ত্রাসবিরোধী আইনের ধারায় অভিযুক্ত করে তার বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা করে ডিবি।