ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সেনা সদস্য নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (৪০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে এ হত্যার ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, এক সপ্তাহ আগে শহিদুল ছুটিতে বাড়ি আসেন। এরপর থেকে প্রায়ই তার সঙ্গে ছোট ভাই শফিউল ইসলামের বাক-বিতণ্ডা হতো। দুপুরে আবারো তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শফিউল ছুরি দিয়ে শহিদুলের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে প্রতিবেশীরা শফিউলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা বাংলানিউজকে জানান, খবর পেয়ে শহিদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।